কিছু বিষয় আছে যেগুলো একটু মেনে চললেই আপওয়ার্কে জব এপ্লিকেশন হিডেন প্রবলেম টা এড়ানো যায়
* শুধুমাত্র যে স্কিল গুলো আপনার আছে সেই ক্যাটাগরির জব গুলোতেই এপ্লাই করুন। কখনোই আপনার স্কিল এর সাথে মেলে না এমন জব এ এপ্লাই করবেন না।
* শুধুমাত্র যে স্কিল গুলো আপনার আছে সেই ক্যাটাগরির জব গুলোতেই এপ্লাই করুন। কখনোই আপনার স্কিল এর সাথে মেলে না এমন জব এ এপ্লাই করবেন না।
* কভার লেটার কপি পেস্ট না করে প্রতিটা জব এর জন্য ভিন্ন ভিন্ন কভার লেটার ব্যবহার করুন।
* আপনার স্কিল রিলেটেড বেশি বেশি টেস্ট দিন। আর চেষ্ঠা করুন রেজাল্ট ভালো করার।
* বেশি বেশি পোর্টফোলিও অ্যাড করুন আপনার স্কিলের সাথে মিল রেখে।
যেকোনো জব এ এপ্লাই করার পূর্বে ভালো করে ডেসক্রিপশন পড়ে নিন। অনেক জব পোস্ট এ ক্লাইন্ট এক বা একাধিক শব্দ অ্যাড করে দেয় পরীক্ষা করার জন্য যে আপনি জব পোস্ট টা ভালো মত পড়ে এপ্লাই করেছেন নাকি না পড়েই এপ্লাই করেছেন। যদি মনে করেন কাজটি আপনি পারবেন তবেই এপ্লাই করুন।
*** শত ব্যস্ততার মাঝে সময় বের করে লিখতে হয়। লিখাগুলো পরে যদি আপনার উপকার হয় তবেই আমার পরিশ্রম সার্থক হবে। আপনার উপকার হলে বা ভালো লাগলে শেয়ার করে অন্যকেও পরার সুযোগ করে দিন।
(collected)
No comments:
Post a Comment