যারা ফ্রীল্যান্সিং করার চেষ্ঠা করছেন কিন্তু কাজপাচ্ছেন না তাদের জন্য - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, September 5, 2016

যারা ফ্রীল্যান্সিং করার চেষ্ঠা করছেন কিন্তু কাজপাচ্ছেন না তাদের জন্য


ফ্রীল্যান্সিং বেপারটা আমরা যতটা সহজ ভাবি আসলেকিন্তু ততটা সহজ না। ফ্রীল্যান্সিং শুরু করার আগে
প্রশ্ন করুন আপনি কতটা যোগ্য। ফ্রীল্যান্সিং করতে চাইলে যে বিষয় গুলো না থাকলে একেবারেই চলবে না সেগুলো হলো: *সবথেকে প্রথম যেটা লাগবে ফ্রীল্যান্সিং করতে সেটা হলো কোনো একটা কাজে আপনার খুব ভালো দক্ষতা।
যদিও এখন একটা কাজে দক্ষতা থাকলে কাজ পাওয়া কঠিন। অনেক বিষয়ে দক্ষতা থাকতে হয়। ক্লায়েন্ট কে কখনোই আপনার কাজের প্রাকটিস করতে যাবেন না। কিছুটা অভিজ্ঞতা নিয়ে তবেই মার্কেটপ্লেস এ আসুন। মনে রাখবেন আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলোতে কাজ করছেন তখন আপনি একটা দেশের পরিচয় ও আপনার সাথে বহন করছেন। এমনিতেই বাংলাদেশের সুনাম বাহিরে খুব একটা ভালো না। হয়ত আপনি কাজটি ঠিকমত করতে পারলেন না বায়ার রাগ করে পরবর্তী জবে বলে দিল বাংলাদেশের কেউ কাজটাতে এপলাই করবেন না। আপনার কারনে দেশের ভাবমূর্তি নষ্ট হলো। দেশের অন্য ফ্রীল্যান্সার দের ও ক্ষতি হলো।

* খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইংলিশ। মার্কেটপ্লেস গুলোতে কাজ করতে হলে আপনাকে ইংলিশ জানতেই হবে এর কোনো বিকল্প নেই। তাই যদি আপনি ইংলিশে দুর্বল হয়ে থাকেন তবে আগে সেটা খুব ভালোভাবে প্রাকটিস করুন, তারপর মার্কেটপ্লেস এ আসুন।
* আপনার প্রবল ইচ্ছা থাকতে হবে পাশাপাশি অনেক ধৈর্য্য।
* অনেকেই প্রথম কাজ পেতে অনেক সময় লেগে যায়, সেটা হতে পারে ১ মাস, ২ মাস, ৫ মাস, ১ বছর। আমি বলছি না যে সবার বেলায় এমনটা ঘটে। অনেকেই হয়ত প্রথম আবেদনেই কাজ পেয়ে গেছেন। শুনলে অবাক হবেন আমি আপওয়ার্কে (পূর্বের ওডেস্ক) একাউন্ট করেছিলাম ২০১১ এর ফেব্রুয়ারী মাসে কিন্তু প্রথম কাজ পেয়েছি ২০১৩ এর ফেব্রুয়ারী মাসে। এত সময় লাগার পিছনে অবশ্য কারণ ছিল। সেটা হলো আমি এক
সপ্তাহ খুব আগ্রহ নিয়ে জবে বিড করতাম কিন্তু যখন একটা জবও পেতাম না তখন হতাশ হয়ে পরের ২ সপ্তাহ অথবা ১ মাস আর সাইট এই যেতাম না। হয়ত আবার একমাস পর সাইট এ ঢুকে জব এ বিড করতাম। এইভাবেই আমার ২ বছর লেগে গেছে প্রথম কাজ পেতে। আর তখন এত গ্রুপ বা পেজ ছিল না যে একটু সাহায্য চাইব। তাই আপনাদের বলছি খুব ধৈর্য্য ধরে কাজে বিড করে যান সফলতা আসবেই।
* ফ্রীল্যান্সিং সম্পর্কিত কোনো সাহায্যের দরকার হলে এই সম্পর্কিত অনেক গ্রুপ আছে সেখানে সাহায্য চাইতে পারেন। আমার কাছেও কেউ ফ্রীল্যান্সিং সম্পর্কিত কোন ধরনের সাহায্য চাইলে আমি আমি সর্বাত্মক চেষ্ঠা করব সাহায্য করার জন্য।
(collected)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages