খুব সহজেই শিখে ফেলুন বোরহানি রান্না করার নিয়ম - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 13, 2016

খুব সহজেই শিখে ফেলুন বোরহানি রান্না করার নিয়ম

বোরহানি

যা যা লাগবে:
দই ১ কেজি,
কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ,                                             
পুদিনা পাতা বাটা ১ টেবিল চামচ,
সাদা গোলমরিচ বাটা ১ চা চামচ,
সরিষা বাটা ১ চা চামচ,
জিরা ভাজা গুঁড়া ১ চা চামচ,
বিট লবণ পরিমাণমতো
দুধ ১ কাপ,
লবণ পরিমাণমতো।

রান্না করার নিয়ম:
দইয়ের সঙ্গে দুধ মিশিয়ে নিন। ৩-৪ কাপ পানি মিশিয়ে নিন। এবার গুঁড়া মসলা ও বিট লবণ ছাড়া সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। পাতলা কাপড় দিয়ে দই ছেঁকে নিন। এবার গুঁড়া মসলা ও বিট লবণ মেশান।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages