মেক্সিকোর পর্যটন শহর অ্যাকাপুলকোতে একটি গ্রীষ্মম-লীয় নি¤œচাপের প্রভাবে বন্যা ও ভূমিধসে প্রায় ৭০টি বাড়িঘর ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২শ’ লোক আটকা পড়েছে। রোববার কর্তৃপক্ষ একথা জানিয়েছেন।
শনিবার সকালে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে মহাসড়কগুলো ও আয়ুতলা-ক্রুজ গ্র্যান্ড ফেডারেল মহাসড়কে ৩৩টি কম্পন ও ভূমিধস ঘটে।
নগরীর বেসামরিক সুরক্ষা সমন্বয়কারী সংস্থা জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে আকাপুলকোর মধ্যাঞ্চলে একটি সড়ক ধসে পড়েছে। এতে দুটি গাড়ি নিচে পড়ে অন্তত ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে।
প্রবল বর্ষণে প্রায় ২শ’ লোক তাদের বাড়িতে আটকা পড়ে। পুলিশ, নৌসেনা ও সেনা সদস্যরা আকাশপথে তাদের উদ্ধার করেছে।
গুয়েরেরোর গভর্নর অস্টুডিলো ফোরেস বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থানীয় বাসিন্দারা অস্থায়ী আশ্রয় শিবিরে উঠেছেন।
No comments:
Post a Comment