‘নিজেকে সৌভাগ্যবান মনে করছেন মীর কাসেম’ - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Saturday, September 3, 2016

‘নিজেকে সৌভাগ্যবান মনে করছেন মীর কাসেম’

মীর-কাসেম
শহীদি মৃত্যুর জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি বলে জানিয়েছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলী। শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে বের হয়ে মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন এ কথা জানিয়েছেন।
মীর-কাসেমসাংবাদিকদের তিনি আরও বলেন, উনি (মীর কাসেম আলী) মৃত্যুকে ভয় পান না। তাঁর মৃত্যু হবে শহিদের মৃত্যু। মীর কাসেম আলী স্বাভাবিক আছেন বলেও জানান তাঁর স্ত্রী।

তিনি বলেন, সবচেয়ে দুঃখের বিষয় হলো শেষ মুহূর্তে ইচ্ছা অনুযায়ী ছেলেকে কাছে পাননি তিনি। তবে তাঁর নিখোঁজ ছেলে একদিন ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেছেন মীর কাসেম আলী।
যারা মিথ্যা মামলা দিয়ে মীর কাসেম আলীকে মৃত্যুর মুখোমুখি করেছেন তারা কখনো জয়ী হবে না মন্তব্য করে আয়েশা খাতুন আরো বলেন, ‘তিনি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন। এ দেশে একদিন ইসলামের জয় হবেই।’
স্ত্রী খন্দকার আয়েশা খাতুন ছাড়াও মীর কাসেমের সঙ্গে দেখা করতে যান দুই মেয়ে তাহেরা তাসমিন, ফাহমিনা আক্তার, দুই ছেলের বৌ শাহেদা ফাহমিদা, সুমাইয়া রাবেয়া, নাতি-নাতনিসহ অন্যরা।
উল্লেখ্য, শনিবার বিকেল ৩টা ৩৭ মিনিটে ছয়টি মাইক্রোবাসে ৪০ জনের বেশি পরিবারের সদস্য কারাগারে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে বের হন তারা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages