ত্বকের কালো দাগ সারাতে কার্যকরি কিছু উপায় দেখে নিন কাজে লাগবে আসা করি - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Saturday, September 3, 2016

ত্বকের কালো দাগ সারাতে কার্যকরি কিছু উপায় দেখে নিন কাজে লাগবে আসা করি

ত্বকের কালো দাগ দূর করার উপায়

ত্বক কাল হোক বা ফর্সা সেই ত্বকে যদি থাকে কালো দাগ তবে কি দেখতে ভাল লাগবে? না,কখনো সেটা সৌন্দর্যের প্রকাশ ঘটাবে না। দাগহীন ত্বক সবাই আসা করে। কিন্তু বেশির ভাগ মানুষের বয়ঃসন্ধিকালে মুখে ব্রণ হয়ে দাগ হয়ে যায়। বিভিন্ন জনের বিভিন্ন কারণে দাগ হয়ে থাকে। ঘরোয়া কিছু উপায়ে এই দাগ সারানো যায়।

১. চন্দন: দাগ নিরাময়ে চন্দনের জুড়ি নেই। ১ টেবিল চামচ চন্দন পাউডার,১ টেবিল চামচ গ্লিসারিন ও ৩ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। গোলাপ জলের বদলে দুধ বা মধু ব্যবহার করতে পারেন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের কালো দাগ সম্পূর্ণ না যাওয়া পর্যন্ত রোজ ব্যবহার করুন।
২. আমন্ড: ৮-১০ টি আমন্ড সারা রাত দুধে ভিজিয়ে রাখুন।সকালে এতে ১ চা চামচ চন্দনগুড়ো ও ১/২ চা চামচ মধু মিশিয়ে ব্লেন্ড করে নিন।এই পেস্ট মুখে লাগান।৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৩. ওটস: ১/২ কাপ ওটমিল এর সাথে ৪ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন।এটি মুখে লাগিয়ে ৫-৬ মিনিট ভাল করে ম্যাসাজ করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৪. মাখন: ত্বকের দাগ দূর করতে মাখন অনেক কার্যকরি। যাদের লেবুতে এলার্জি তাদের জন্য মাখন উৎকৃষ্ট উপায়। ৪ চা চামচ মাখন ও ২ চা চামচ টমেটোর রস ভাল করে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৫. লেবুর রসে তুলার বল ভিজিয়ে দাগের জায়গায় লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৬. আলু:আলুর রস দাগ দূর করতে কার্যকরি ভূমিকা পালন করে। চোখের নিচের কালো দাগ দূর করতে অনেকে আলুর ব্যবহার করে। আলু কেটে দাগের স্থানে লাগান অথবা আলুর রস তুলায় ভিজিয়ে তুলা দাগের উপর লাগান। ১৫-২০ মিনিট পরে ধুয়ে ফেলুন।
৭. এ্যালোভেরা: এ্যালোভেরা দাগের উপর ৫-৬ মিনিট ম্যাসাজ করুন। ১ মাস নিয়মিত দিনে ২ বার ব্যবহারে ত্বকের কালো দাগ চলে যাবে।
৮. হলুদ: রুপচর্চায় হলুদের ব্যবহার সেই প্রাচীন কাল থেকে হয়। হলুদ,দুধ ও লেবুর রস সমপরিমাণ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৯. পেয়াজের রস: পেয়াস বেটে রস বের করে নিন। বাটার সময় কোন পানি দিবেন না। এই রস দাগের উপর লাগান।শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
১০. পেপে: রুপচর্চায় পেপের ব্যবহার খুব কম হয় কিন্তু এটি অনেক উপকারি। পাকা পেপে চটকে মুখে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি দাগ সারাতে খুব ভাল কাজ করে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages