বাংলাদেশ সফরে সব ক্রিকেটারদের সাথে চান ইংলিশ কোচ - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 6, 2016

বাংলাদেশ সফরে সব ক্রিকেটারদের সাথে চান ইংলিশ কোচ

  
বাংলাদেশ সফরে সব ক্রিকেটারকে চান ইংলিশ কোচ
বেইলিস ও ফারব্রেস-ছবি:সংগৃহীত
ইংল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফরে নিজেদের সব ক্রিকেটারকে চান ইংলিশ কোচ ট্রেভর বেইলিস। এ ব্যাপারে বেশ ইতিবাচক মন্তব্যই করলেন তিনি। বিশেষ করে বাংলাদেশ সফরের পর ভারত সফরে একই দলের অংশগ্রহনের ব্যাপারটি নিশ্চিত করাটাই মূল লক্ষ্য তার।

ইংল্যান্ডের বাংলাদেশ সূচিতে রয়েছে দুটি টেস্ট। আর ভারতে গিয়ে খেলবে আরও পাঁচটি টেস্ট। তবে ভারতে গিয়ে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে না তারা ফলে একই দল হলে বেইলিসের জন্য সুবিধে হয়। তবে বাংলাদেশ সফরে কোনো ক্রিকেটার নিজেকে প্রত্যাহার করে নিলে তা পরবর্তী সফরে প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি। কিন্তু একই স্কোয়াড হলে দলের জন্যই ভালো বলে তিনি বিশ্বাস করেন।
বাংলাদেশ সফরের সবুজ সংকেতে পর খেলতে আসতে সরাসরি নিজের মতামত প্রকাশ করেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। সফরের ব্যাপারে ইতিবাচক জনি বেয়ারস্টো ও টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। তবে শঙ্কা প্রকাশ করেছেন অ্যালেক্স হেলস। আর এখনও দোটানার মধ্যে আছেন ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান। যদিও বেইলিস ও সহকারী কোচ পল ফারব্রেস সফর করার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
বেইলিস বলেন, ‘দুটো স্কোয়াড আলাদা ভাবে বেছে নেওয়াটা কঠিন হয়ে যাবে। বাংলাদেশ সফরে কে যাবে আর কে যাবে না সেটি ভিন্ন বিষয়। তবে দুটো সফরে একই স্কোয়াড হলে ভালো হয়।’
ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত ২৫ অগাস্ট বাংলাদেশ সফর নিশ্চিত করে ইসিবি।আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের। সফরে তিনটি করে প্রস্তুতি ম্যাচ ও ওয়ানডে খেলবে তারা। প্রায় এক মাসের সফর শেষ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।
বাংলাদেশ সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages