ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান ফেসবুকে থাকা তাঁদের শেয়ারের ৯৯ শতাংশই দান করবেন দাতব্য কাজে। জাকারবার্গ তাঁর ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার কন্যা ম্যাক্সকে লেখা এক খোলা চিঠিতে এ কথা জানান।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় এক সপ্তাহ আগে জন্ম নিয়েছে ম্যাক্স। কিন্তু জুকারবার্গের কাছ থেকে তাঁর কন্যার জন্মের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে এই চিঠি লেখার দিনই।
ম্যাক্সের কাছে লেখা চিঠিতে জুকারবার্গ-চ্যান দম্পতি বলেন, তার (ম্যাক্সের) বেড়ে ওঠার জন্য বিশ্বকে একটা অপেক্ষাকৃত ভালো স্থান হিসেবে গড়ে তুলতেই তাঁরা ওই অর্থ দান করতে যাচ্ছেন। কিন্তু এখনই তাঁরা দাতব্য সংস্থায় এই অর্থ দান না করে তাঁদের পুরো জীবদ্দশায় তা দেবেন।
এই দম্পতি আরও বলেছেন, দানের ওই অর্থ ব্যবস্থাপনায় তাঁরা একটি নতুন দাতব্য সংস্থা গঠন করতে যাচ্ছেন। এর নাম হবে ‘চ্যান জুকারবার্গ ইনিশিয়েটিভ’। সংস্থাটির লক্ষ্য হবে- মানুষের সম্ভাবনাকে এগিয়ে নেওয়া এবং আগামী প্রজন্মের সব শিশুর জন্য সমতা নিশ্চিত করা।
জুকারবার্গ বলেন, তাঁদের কাজের প্রাথমিক ক্ষেত্রগুলো হবে- ব্যক্তিগত শিক্ষা, রোগব্যাধির চিকিৎসা, মানুষকে সংযুক্ত করা এবং শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা।
চিঠির শুরুতে জুকারবার্গ লিখেছেন, ‘তুমি ভবিষ্যতে আমাদের জন্য যে প্রত্যাশা দিয়েছ, তা ভাষায় প্রকাশ করার জন্য তোমার মা এবং আমি এখনো কোনো শব্দ খুঁজে পাইনি। ইতিমধ্যে তুমি আমাদের পৃথিবীকে অনুধাবন করার মতো কারণ দেখিয়েছ এবং আমরা আশা করছি তুমি এটা বাঁচিয়ে রাখবে।’
জুকারবার্গের দান করা অর্থের মূল্য হবে ৪৫ বিলিয়ন ডলার (সাড়ে তিন লাখ কোটি টাকার মতো)
No comments:
Post a Comment