মার্ক জুকারবার্গের দাতব্য প্রতিষ্ঠানের কাজ শুরু - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 22, 2016

মার্ক জুকারবার্গের দাতব্য প্রতিষ্ঠানের কাজ শুরু


ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এর কার্যক্রম শুরু হয়েছে। গত বছরের ডিসেম্বরে মেয়ে ম্যাক্সিমার জন্ম উপলক্ষে ‘চ্যান জুকারবার্গ ইনিশিয়েটিভ’ নামের দাতব্য প্রতিষ্ঠান গড়ার ঘোষণা দেন তিনি। এ প্রতিষ্ঠানের মাধ্যমে জাকারবার্গ তাঁর মোট সম্পদের ৯৯ শতাংশ (৪৫ বিলিয়ন মার্কিন ডলার) দাতব্য কাজে ব্যয় করার ঘোষণা দেন।

ওই সময় এই দাতব্য প্রতিষ্ঠান তৈরির লক্ষ্য হিসেবে জুকারবার্গ বলেন, মানুষের অমিত সম্ভাবনাকে এগিয়ে নিতে এবং আগামী দিনের শিশুদের জন্য সমান সুযোগ সৃষ্টির জন্যই এই দান।
জুকারবার্গের ওই দাতব্য প্রতিষ্ঠানের কার্যক্রম শুরুর অংশ হিসেবে ফেসবুকে তাঁর ও স্ত্রীর যা শেয়ার আছে, এর ৯৯ শতাংশই মানুষের মঙ্গলের কাজে দান করার ঘোষণা দেন। ওই ঘোষণা অনুসারে চলতি মাসের ১৭ ও ১৮ আগস্ট কিছু শেয়ার বিক্রি করেছে ‘চ্যান জুকারবার্গ ইনিশিয়েটিভ’ নামের দাতব্য প্রতিষ্ঠানটি। মোট ৭ লাখ ৬৭ হাজার ৯০৫ শেয়ার বিক্রি করে সাড়ে নয় কোটি মার্কিন ডলার নগদ অর্থ সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। আগামী তিন বছরে ১০০ কোটি মার্কিন ডলার করে শেয়ার বিক্রি করবে ওই প্রতিষ্ঠান।

গত বছরে জুকারবার্গ এই দাতব্য প্রতিষ্ঠান গড়ার খবরে প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলেছিল। তবে জুকারবার্গ এই দাতব্য প্রতিষ্ঠান প্রচলিত দাতব্য প্রতিষ্ঠানের মতো কাজ করবে না। এটি নির্দিষ্ট আইন পাস করতে রাজনীতিবিদদের লবিংয়ে কাজ করবে। তথ্যসূত্র: সিএনএন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages