পাকিস্তান প্রশ্নে বিপাকে শাহরুখ-আমির-সালমান - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, October 4, 2016

পাকিস্তান প্রশ্নে বিপাকে শাহরুখ-আমির-সালমান



পাকিস্তান প্রশ্নে বলিউডের তিন খান শাহরুখ, সালমান ও আমির বিপাকে আছেন বলাই যায়! নানা সময় তোপের মুখে পড়তে হচ্ছে তাদের। এবার ভারতীয় হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচীর তোপের মুখে পড়েছেন এ তিন খান।

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করেছে ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউশার্স অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ)।’
এদিকে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দিল্লিতে এক অনুষ্ঠানে সালমান খান বলেন, ‘শিল্পী এবং সন্ত্রাসীর মধ্যে পার্থক্য রয়েছে। শিল্পীরা অনুমতি নিয়ে আসে, সন্ত্রাসীরা নয়।’
সালমানের এই কথার সূত্র ধরে সম্প্রতি সাধ্বী প্রাচী বলেন, ‘পাকিস্তানি শিল্পীদের প্রতিভা নিজ দেশে দেখানো উচিত। আর বলিউডের যে তারকারা তাদের সহমর্মিতা দেখাচ্ছেন, যেমন- শাহরুখ, আমির, সালমান চাইলে পাকিস্তানে যেতে পারেন।’
প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি বজায় রেখে চলা উচিত কিন্তু খারাপ প্রতিবেশী দেশকে শিক্ষা দেওয়া দরকার বলে মনে করেন এই নেত্রী।
এর আগে ৫০তম জন্মদিনে শাহরুখ খান অসহিষ্ণুতা নিয়ে মুখ খুললে তাকে দালাল বলেছিলেন সাধ্বী প্রাচী। তিনি বলেছিলেন, ‘পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলে শাহরুখ বিশ্বাসঘাতকতা করেছেন। এ কারণে তার শাস্তি হওয়া উচিত। শুধু শাহরুখ নয় অন্যান্য যারা পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলেও বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছেন তাদের সকলের সাজা হওয়া উচিত।’
এ ছাড়া বলিউডের খানদের সিনেমা বয়কটের আহ্বান জানিয়েছিলেন। ‘লাভ জিহাদের’ বিরোধিতার অংশ হিসেবে হিন্দু ধর্মাবলম্বীদের তিনি এ আহ্বান জানিয়েছিলেন। তার দাবি, বলিউডের খানরা (শাহরুখ, আমির, সাইফ) ‘লাভ জিহাদ’কে প্রচার করছেন।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে তিনি লেখেছিলেন, ‘এই সব খানরা (খানদের ছবি) আমাদের দেয়ালে অবস্থান করছেন। যাদের দেয়ালে এদের ছবি রয়েছে, সব বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দিন।’

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages