জানেন বিশ্বের সবথেকে রোম্যান্টিক মানুষ কে? - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, October 4, 2016

জানেন বিশ্বের সবথেকে রোম্যান্টিক মানুষ কে?


আপনি কি খুব রোম্যান্টিক মানুষ? তাহলে নিশ্চয়ই আপনার অন্য আরেকজন রোম্যান্টিক মানুষকেও খুব ভালো লাগবে। আপনি নিশ্চয়ই সিনেমা দেখতেও খুব পছন্দ করেন? অ্যাকশন বা কমেডি কিংবা ফ্যামিলি ড্রামার থেকে নিশ্চয়ই আপনার রোম্যান্টিক সিনেমাই ভালো লাগবে।
সেক্ষেত্রে আপনার প্রিয় নায়ককে? যদি আপনি সলমন খানকে খুব পছন্দ করেন, তাহলে তো ভালোই।

জানেন বিশ্বের সবথেকে রোম্যান্টিক মানুষ কে? সলমন খান। চমকে উঠলেন? কেন? ভাবছেন, এটা কে বিচার করল? সলমন নিজেই। একটি সাংবাদিক সম্মলনে সলমনের দিকে নানা প্রশ্ন উড়ে আসছিল। সেখানে বেশিরভাগ সময়ই তাঁর বিয়ের কথাই উঠছিল। সেরকমই এক পরিস্থিতিতে ভাইজান নিজেই সাংবাদিকদের বলেন, ‘আমিই বিশ্বের সবথেকে রোম্যান্টিক মানুষ’!

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages