১০ অক্টোবর প্যারিসের আইফেল টাওয়ারে ‘বেফিকরে’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রণবীর সিং ও বাণী কাপুর। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করেছে ‘যশ রাজ ফিল্মস’।
টুইটারে ছবির অফিশিয়াল হ্যান্ডল থেকে পোস্ট করে খবরটা ঘোষণা করা হয়েছে।
‘বেফিকরে’র পরপর ছ’টা পোস্টার, যার প্রত্যেকটায় রণবীর-বাণীকে চুমু খেতে দেখা গিয়েছে, ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শকের মধ্যে।
ছবির প্রথম গান ‘লবোঁ কা কারোবার’ও বেশ হিট! ‘বেফিকরে’ আট বছর পর পরিচালনার কাজে ফিরিয়ে এনেছে আদিত্য চোপড়াকে। ছবির শ্যুটিংয়ের বেশিরভাগটাই হয়েছে প্যারিসে। আগামী ডিসেম্বরে ছবি মুক্তি পাওয়ার কথা।



No comments:
Post a Comment