যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের আসল উদ্দেশ্য কি- তা জানতে চাইলেন মার্কিন অভিনেতা ব্র্যাড পিট।
সম্প্রতি নিউইয়র্ক টাইমস ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, “আমাদের দেশকে ফিরিয়ে নেয়া বলতে কি বুঝাতে চান তিনি? কেউ কি আমাকে বুঝিয়ে বলবেন বিষয়টা?এদেশ গেল কোথায় যে তিনি ফিরিয়ে নিবেন?”
‘ওয়ার্ল্ড ওয়ার জি’ খ্যাত এই অভিনেতা আরও বলেন, “আমি সবচেয়ে আশাবাদী এই কারণে যে আমরা এখন একটা বৈশ্বিক গ্রামে বাস করি এবং দিনে দিনে আমরা একে অপরকে আরো বেশি করে বুঝতে শিখছি। তারপরও এই প্রতিক্রিয়াশীল লোকটা আমাদের উপর বিচ্ছিন্নতা আর বিচ্ছেদ চাপিয়ে দিতে চায়। একজন ট্রাম্প সমর্থক আসলে সব কিছুর বিরুদ্ধে যুদ্ধ করছে।”
সম্প্রতি ঘটে যাওয়া আলোচিত ‘ব্রেক্সিট(ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বিদায়ের ঘটনা)’নিয়ে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে পিট জানান, তিনি কখনও চিন্তাও করেননি বাস্তবে এমনটি ঘটবে। একইভাবে ট্রাম্প কখনও হোয়াইট হাউজে যাবেন এটাও তার চিন্তার বাইরে।
‘ফাইট ক্লাব’, ‘মানিবল’, ‘দ্য কিউরিয়াস কেইস অব বেনজামিন বাটন’, ‘টুয়েলভ ইয়ার্স অ্যা স্লেইভ’ এর মতো বিখ্যাত আর জনপ্রিয় সব সিনেমায় অভিনয় করা পিট আরও বলেন, “একইভাবে আমি চিন্তাও করতে পারিনা যে ‘হোয়াইট হাইজ’ এর দায়িত্ব নিবেন ট্রাম্প। সহজ কথায় বলতে গেলে, যা কিছু ভালো তা আমাদের ঐক্যবদ্ধ করে আর খারাপ শুধুই বিচ্ছেদ ঘটাই। ‘দ্য বিগ শর্ট’ এই এমন একটি অসাধারণ সংলাপ আছে।”
“যখন কোনকিছু ঠিকঠাক মতো হয়না আর সেটার পেছনে আমরা কোন কারণও খুঁজে পাইনা, তখনই আমরা শুরু করি শত্রু বাড়ানো”, যোগ করলেন পিট। তিনি আরও বলেন অবৈধ অভিবাসীদের শত্রু হিসেবে দেখা ছাড়া আর কোন কিছুতেই মনোযোগ নেই এই রিপাবলিকান প্রার্থীর।
No comments:
Post a Comment