আপনার আশে পাশে অনেক চাকরি বা ব্যবসা আছে, কিন্তু আপনি কিছু করতে পারছেন না । আপনি চিন্তা করছেন যদি আমার একটা ব্যবসা থাকত তাহলে যখন তখন যেতাম আর আসতাম। ইচ্ছা মত বেড়াতাম আর অসুস্থ হলে না গিয়ে পারতাম। কিন্তু আপনার তো বড় সমস্যা, টাকা নাই। তাই এইসব চিন্তা করা মানে বাংলাতে একটা প্রবাদ আছে " ছেড়া কাথাই সুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা " ----এটার মত।
তাই বলব এসব বাদ দেন। আসুন নতুন কিছু চিন্তা করি। আপনি চাইলে বিনা মুলধনে একটা ব্যবসা করতে পারেন, আর সেটাই হল ফ্রীলেন্সিং বা আউটসোরসিং। আপনি মূলধন হিসেবে শুধু কিছু কাজ জানলে হবে। আপনি এই কাজ তাকেই চাইলে ব্যবসাতে পরিণত করতে পারেন । কারণ আপনি যখন একজন ফ্রীলেন্সার হিসেবে কাজ করবেন, তখন আপনি যখন ইচ্ছা তখন কাজ করতে পারবেন, কেউ কিছু বলবে না। তাহলে আপনি বিনা মূলধনে একটা ব্যবসা করতে পারছেন সেই সাথে আপনার ব্যাক্তিগত স্বাধীনতা ও বজাই থাকল । তাহলে বলুনত, কেন আপনি ফ্রীলেন্সিং কে পেশা হিসেবে বেছে নিবেন না? তাহলে আমরা বলতে পারি বর্তমানে ফ্রীলেন্সিং ই হল সবচেয়ে ভাল ব্যবসা ।কেন আপনি নিজেকে বেকার মনে করবেন? তাহলে আসুন তাড়াতাড়ি ফ্রীলেন্সিং জগতে যোগ দিন।
No comments:
Post a Comment