মুসলিম হওয়াটাই কি এদের অপরাধ : বিস্তারিত জেনে নিন - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 15, 2016

মুসলিম হওয়াটাই কি এদের অপরাধ : বিস্তারিত জেনে নিন


অপরাধ এই কাশ্মীরের মুসলিমদের।  মুসলিম হওয়াটাই কি এদের অপরাধ ? কেন এই হত্যা ?
তাদের অপরাধ তারা স্বাধীনতা চায়। বিশ্ব বিবেক আজ চুপ।
কেউ যদি নিজের স্বাধীনতায় চাইতে না পারে তাহলে সে বেঁচে থাকবে কি করে ?

আর কেউ যদি অন্যায়ের প্রতিবাদ চাই এবং নিজের স্বাধীনতা চায়।  সেই হয়ে যায়  সন্ত্রাসী।  আজব আমাদের বিচার ও বুদ্ধি।

আজ ইস্রায়েল ফিলিস্তিনের ভূমি দখল করে অবৈধ রাষ্ট্র তৈরী করেছে কিন্তু তারপরও বিশ্বের নেতৃবৃন্দ চুপ।
এর জন্য আমাদেরকেই দায়ী করছি কারণ আমরা মুসলিমরাই সব স্বার্থপর এবং ভীতু হয়ে গেছি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages