পাকিস্তানের সংস্কৃতি মন্ত্রী সারদার আলী শাহ্ বলেছেন, হিন্দি সিনেমা ‘মহেঞ্জোদারো’ একটি ‘তামাশা’, এটি নির্মাণের জন্য পরিচালক আশুতোশ গোয়াড়িকারকে ক্ষমা চাইতে হবে।
সিন্ধু সভ্যতা নিয়ে ভারতীয় পরিচালক আশুতোশ গোয়ারিকার নির্মিত ‘মহেঞ্জোদারো’ সিনেমাটি দর্শকদের মন জয় করতে পারেনি। এবার সারদার আলি শাহ বললেন, এতিহাসিক ঘটনার উপর তৈরি দাবি করা হলেও, ‘মহেঞ্জোদারো’ আদতে একটি ‘মনগড়া’ সিনেমা।
ডন পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সারদার বলেন, “এই সিনেমাতে হরপ্পা যুদ্ধের যে ইতিহাস দেখানো হয়েছে, তা সঠিক নয়। এটি নেহায়েতই কল্পনাপ্রসূত।”
ইন্ডিয়া এক্সপ্রেসের মাধ্যমে জানা যায়, পাকিস্তানের এই মন্ত্রী সিন্ধু প্রদেশের সাথে কথা বলে ব্যবস্থা নিবেন। ইউনেস্কোর হেরিটেজ সাইটের মাঝে মহেঞ্জোদারো একটি। সেই হিসাবে বিশ্ববাসীর সঠিক ইতিহাসটা জানা উচিত বলে তিনি মনে করেন।
সিনেমাটি মুক্তির আগে থেকেই নানান বিতর্কের সাথে জড়িয়ে পড়েছিল। মুক্তির পর বক্স অফিসেও ফ্লপ হয় এটি। হৃত্বিক রোশান, পূজা হেগডে অভিনীত এই সিনেমা ৫০০০ বছর আগের সিন্ধু নদের অববাহিকায় গড়ে ওঠা সভ্যতাকে কেন্দ্র করে নির্মিত।
বক্স অফিসে ১০০ কোটি রুপি স্পর্শ করলেও সব মিলিয়ে একদমই ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি। আকশায় কুমারের ছবি ‘রুস্তম’-এর সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছিল এটি। ‘রুস্তম’ দেশে, বিদেশে দারুণ সফল হয়।
No comments:
Post a Comment