বিগেনারদের জন্যঃ ওয়েব ডিজাইন ক্যারিয়ার নিয়ে কিছু কথা এবং কিভাবে শিখবেন তাঁর নিয়ে আমার কিছু মতামত - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, September 5, 2016

বিগেনারদের জন্যঃ ওয়েব ডিজাইন ক্যারিয়ার নিয়ে কিছু কথা এবং কিভাবে শিখবেন তাঁর নিয়ে আমার কিছু মতামত


আমাদের দেশে ফ্রীলান্সিং সেক্টরটা অনেক ইম্প্রভ হচ্ছে ডে বাই ডে। তবে, যে হারে নিম্ন মানের(কাজ ভাল না জেনে লাফান আর কি!) ফ্রীলান্সার তৈরি হচ্ছে তাতে অশনি সংকেত দেখা যায়। প্রায়ই এফবি ইনবক্স + মেইল ইনবক্স, ইভেন ফোন কলে শুধু কিভাবে টাকা আয় করা যায় শর্টকাট এসব জানতে চেয়ে ফোন এবং মেসেজ পাই। কেমন লাগে বলুনতো?
আগে ভাল মনে রিপ্লে দিতাম কিন্তু ইদানীঙয়ের অবস্থা দেখা মনে হয় আমরা অন্ধ এবং পঙ্গু জাতি। যারা চোখ থাকতেও দেখি না এবং বুদ্ধি থাকতেও খুঁজে দেখি না। উল্টো অন্যদের কাছ থেকে হেল্প না পেলে উল্টাপাল্টা বকি।
যারা উল্টাপাল্টা বলেন তারাই একবার নিজেকে একই অবস্থানে দাঁড় করিয়ে কথা বলুন না! বেশির ভাগ যারা প্রশ্ন করে ওয়েব রিলেটেড কাজ শিখার ব্যাপারে। প্রশ্ন গুলো এমনঃ
ভাই ওয়েব ডিজাইন শিখে মাসে কত আয় করা যাবে?
এগুলো করে ভবিষ্যতেও চলতে পারা যাবে কি'না?
কথা থেকে শুরু করবো?
কিভাবে কোথায় শিখবো?
ওয়েবের সাথে গ্রাফিক্সের কেমন ডিমান্ড বা কাজ?
শুনুন উত্তর খুব সিম্পলভাবে দিচ্ছি যা আপনাকে কষ্ট করে বুঝতে না হয়। 
সময় এবং ভবিষ্যৎঃ
--------------------
ওয়েবডিজাইন এমন একটা সেক্টর যার ডিমান্ড দিন দিন বাড়ছে ! স্বাভাবিকভাবে ব্যাসিক শিখতে ২/৩ মাস লাগবেই যদি আপনার আইকিউ ভাল হয়। এবং প্রতিনিয়তই আপনাকে নিজেকে আপডেট রাখতে হবে যদি আপনি ওয়েব নিয়েই ফিউচারের ক্যারিয়ার গড়তে চান। ধৈর্য নিয়ে লেগে থাকুন মশাই! তাহলে আপনার ক্যারিয়ার আপনার হাতেই। 
শুরু করবেন যেখানে থেকেঃ
-----------------------------
আগে নেটে বিভিন্ন টপিক সার্চ করতে শিখুন। নয়তো ব-কলম(মূর্খ) থেকে যাবেন। জানেনতো কিভাবে নেটে সার্চ করে?
ওয়েব এবং গ্রাফিক্সের সম্পর্কঃ
------------------------------
ওয়েব এবং গ্রাফিক্স একটি আরেকটির সাথে রিলেটেড। তবে স্বতন্ত্রভাবে গ্রাফিক্স আলাদা হলেও ওয়েব কিন্তু গ্রাফিক্স ছাড়া চলে না। তাই ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে গ্রাফিক্স ডিজাইনতাও খানিকটা জানতে হবে। তবে বাধ্যতামূলক নয়! কারণ আপনার একজন গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে গ্রাফিক্সের কাজ করিয়ে নিতে পারবেন। কিন্তু নিজে গ্রাফিক্সের কাজ জানলে টাকা বেঁচে যেত, এই আর কি! 
তো আপাতত সিদ্ধান্ত নিন কিভাবে শিখবেন! আপানদের কোন জানার থাকলে মন্তব্য করুন। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages