জেনে রাখুনঃ মুসলিম আইনে উইল বা অছিয়তের কিছু গুরুত্ব পূরন উপাদান । - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Thursday, August 25, 2016

জেনে রাখুনঃ মুসলিম আইনে উইল বা অছিয়তের কিছু গুরুত্ব পূরন উপাদান ।


১। মুসলিম আইনের বিধান মোতাবেক একজন মুসলিম উইলদাতা তার সমগ্র সম্পত্তির ১/৩ অংশের বেশী, কোন আগন্তক ব্যক্তিকে উইলের মাধ্যমে দান করিতে পারে না । ১/৩ অংশের বেশী সম্পত্তি উইলে থাকিলে উহা আইনতঃ অগ্রহ্য হইবে ।

২। মুসলিম আইনের বিধি মোতাবেক উইলদতার মৃত্যুর পর যারা ওয়ারেশ বলে গণ্য হবে ঐ সব ব্যক্তির বরাবর কোন সম্পত্তি উইল করিতে পারিবে না । এই উইল মুলে দান বৈধ নহে ।
৩। উইল দাতা তাহার কোন ওয়ারেশদের বরাবর উইল করার পর মারা গেলে অন্য ওয়ারেশগণ উহা স্বীকার বা মানিয়া লইলে ঊইলটি কারয্যকর ও বৈধ হইবে ।
৪। উইলদাতা উইল করিলেও অন্যান্য ওয়ারেশগণ মানিয়া না লইলে উইল কারয্যকর হইবে না । শুধু ওয়ারেশ স্বত্বে প্রাপ্ত অংশই গ্রহীতা প্রাপ্ত হইবে ।
৫। কোন মুসলিম ব্যক্তি অন্যান্য ওয়ারেশদের বঞ্চিত করে কেবল একজন ওয়ারেশকে উইল করে দিতে পারে না ।
৬। জন্মগ্রহন করে নাই, এমন ব্যক্তিকে উইল করা হইলে উহা অবৈধ হইবে । তবে উইল করার ৬ মাসের মধ্যে জন্ম হইলে উইল বৈধ হইবে ।
৭। উইলদাতা ভবিষ্যতে পাইবে এইরুপ কোন সম্পত্তি উইল করিতে পারে না ।
তবে কেহ উইল করিবার সময় উত্তরাধিকারী থাকে এবং উইলদাতার মৃত্যুর সময়ে যদি না থাকে, তাহা হইলে তাহাকে সম্পত্তির ১/৩ অংশ উইল করা হইলে বৈধ হইবে ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages