এক বছরের মধ্যে ৩০টি অভিযোগ উঠেছে পতঞ্জলির বিভিন্ন পণ্যের বিরুদ্ধে। অভিযোগের উত্তর চাওয়ায় অ্যাডভারটাইজমেন্ট স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া (এ এস সি আই)-র বিরুদ্ধে বিলক্ষণ চটেছেন বাবা রামদেব। বলেছেন, এ এস সি আই আমাদের ‘প্রেমপত্র’ পাঠাচ্ছে। কিন্তু ওদের তো কোনো অধিকারই নেই নোটিশ দেয়ার। ওরা তো কোনো সাংবিধানিক সংস্থা নয়, শুধুমাত্র একটা কোম্পানি। সদস্য কোম্পানিদের উপদেশ দেয়া ছাড়া কোনো ক্ষমতাই নেই। সদস্য বহুজাতিক সংস্থাগুলির পরামর্শে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা শিগগির উপযুক্ত ব্যবস্থা নেব। কেন্দ্রকে চিঠি লিখব। কিন্তু আপনার দাঁতের মাজন ‘দন্ত কাঠি’-কে উপযুক্ত বলে প্রশংসাপত্র দিল কে? সাংবাদিকদের এই প্রশ্নে রাগ করে সম্মেলন ছেড়ে উঠেই গেলেন বাবা।
সূত্র: আজকাল



No comments:
Post a Comment