মুসলিম ফরায়েজের বা উত্তরাধিকার আইনের টুকিটাকি - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Thursday, August 25, 2016

মুসলিম ফরায়েজের বা উত্তরাধিকার আইনের টুকিটাকি


মুসলিম ফরায়েজের কতগুলো গুরুত্বপূর্র্ন  বিষয়

১। সন্তান থাকলে পিতা /৬  বা  ১৬৭ অংশ সন্তান না থাকলে পিতা অপর শরীকের প্রাপ্য দেওয়ার পর বাকী অংশ পাবে।
২। সন্তান থাকলে মাতা /৬  বা  ১৬৭ অংশ সন্তান না থাকলে /৩   অংশ বা ৩৩৩ অংশ পাবে (দুই বা ততোধিক ভাই বোন থাকলে মাতার অংশ পবে না।

৩। মাতা থাকলে মাতার পিতা কোন সম্পত্তি পাবে না।
৪। পুত্র বা পিতার বর্তমানে ভাই বা বোন ওয়ারিশ হয় না।
৫। পিতা,পিুত্র, কন্যা বা ভাই/বোন না থাকলে দূরবর্তি আত্নীয়গণ সম্পত্তি পাবে।
৬। মৃত ব্যাক্তি নি:সন্তান হলে পিতা / ৩  অংশ  মাতা  /৩ অংশ পাবে।
৭। পিতা, মাতা ও সন্তন না থাকলে বোন থকলে সে  /২   অংশ পাবে বোন   একাদিক হলে একত্রে /৩    বা ৬৬৭    অংশ ভাই   ও বোন থাকলে, ভাই বোনের দ্বিগুন পাবে।
৮। মৃত ব্যক্তির পুত্র, পিতা পৌত্র জীবিত থাকলে বোন সম্পত্তি পাবে না।
৯। সহোদর ভাই বৈমাত্রে ভাইদের আগে ওয়ারিশ হবে।
১0। বৈমাত্রে ভাই একজন হলে /৬ অংশ, একাদিক হলে একত্রে /৩ অংশ পাবে।
১১। কন্যা,পিতার সম্পত্তির   ন্যায় মা এর সম্পত্তিতে অংশ পাবে।
১২।পিতা জীবিত থাকলে পিতার পিতা কোন সম্পত্তি পাবে না।
১৩। পিতা না থাকলে পিতার পিতা পিতার  ন্যায় হিস্যা পাবে।
১৪।গর্ভস্হ সন্তান জীবিত গণ্যে উত্তরধিকার হবে। গর্ভের সন্তানকে পুত্র গণ্যকরে বা তার জন্মের পরে সম্পদ বন্টন করতে হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages