সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Thursday, August 25, 2016

সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২


সম্পত্তি হস্তান্তর আইন১৮৮২

সম্পত্তি হস্তান্তর আইন১৮৮২  এমন কতগুলো হস্তান্তর আছে যা মৌখিকভাবে হস্তান্তর করা যায় না। এই প্রসঙ্গে উদাহরণস্বরূপসম্পত্তি হস্তান্তর আইনের ধারা ৫৪,ধারা ৫৯ধারা ১০৭ধারা ১১৮ এবং ধারা ১৩০ এর বিধানগুলোর কথা বলা যেতে পারে

১।৫৪ ধারাঃ সম্পত্তি হস্তান্তর আইনের ৫৪ ধারায় বলা হয়েছে যেএকশত টাকা বা তদুর্ধ মূল্যের স্পর্শযোগ্য কোন স্থাবর সম্পত্তি মৌখিকভাবে হস্তান্তর করা যাবেনা।
এই ধারায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেএকশত টাকা কিংবা তার বেশি মূল্যের স্থাবর সম্পত্তিগুলো অবশ্যই লিখিত দলিলের মাধ্যমে নিবন্ধনের মাধ্যমে হস্তান্তরকরতে হবে
২। ৫৯ ধারাঃ সম্পত্তি হস্তান্তর আইনের ৫৯ ধারায় বন্ধকী সম্পত্তি হস্তান্তর প্রণালী সম্পর্কে বলা হয়েছে।
অত্র ধারায় বলা হয়েছে যেএকশত টাকার বা তাহার উর্ধমূল্যের বন্ধকী সম্পত্তি অবশ্যই নিবন্ধনের মাধ্যমে লিখিত দলিল আকারে সম্পাদন করতে হবে। মৌখিকভাবে কোন রেহেনেরআদানপ্রদান করা হলেউহার উপর কোন জামানত সৃষ্টি হবে না এবং উক্তরুপ রেহেনের কোন আইনগত মূল্য বা ভিত্তি নেই
৩ ১০৭ ধারাঃ সম্পতি হস্তান্তর আইনের ১০৭ ধারায় ইজারা সম্পাদনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছেবলা হয়েছে যেএক বৎসর অপেক্ষা দীর্ঘতর মেয়াদের কিংবাবাৎসরিক খাজনা ধার্যের ভিত্তিতে স্থাবর সম্পত্তির কোন ইজারা অবশ্যই নিবন্ধিত দলিলের মাধ্যমে লিখিতভাবে সম্পন্ন করতে হবে। শুধু মাত্র মৌখিকভাবে কোন ইজারা সম্পন্ন করাযাবে না। ইজারা নিবন্ধিত না হলে বাতিলযোগ্য বলে পরিগনিত হতে পারে
৪।১১৮ ধারাঃ সম্পত্তি হস্তান্তর আইনের ১১৮ ধারায় বিনিময়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর সম্পর্কে বলা হয়েছে। এই ধারার বিধান মতেএকশত টাকার অধিক মূল্যেরস্থাবর সম্পত্তি লিখিতভাবে নিবন্ধিত দলিল ব্যতীত বিনিময়ের মাধ্যমে হস্তান্তর করা যাবে না
৫।১৩০ ধারাঃ সম্পত্তি হস্তান্তর আইনের ১৩০ ধারার বিধান মতেলিখিত দলিল কর্তৃক নালিশযোগ্য দাবি হস্তান্তর করতে হবে। শুধু মৌখিকভাবে এই দাবি হস্তান্তরকরা যায় না। এইভাবে উপরে উল্লেখিত সকল প্রকারের হস্তান্তরের ক্ষেত্রে শুধু মাত্র মৌখিকভাবে হস্তান্তর করা যায় নাসাথে নিবন্ধিত করতে হয়

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages