আইনসঙ্গত কারণ ছাড়া যদি স্ত্রী তার স্বামীর সাথে একত্রে বসবাস বা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত যৌনসঙ্গমে বিরত থাকে তখন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে দাম্পত্য অধিকার পুনরুদ্ধার বা আদায় করার জন্য পারিবারিক আদালতে মামলা করতে পারবে। আদালতে স্ত্রী যদি আইনসঙ্গত বা যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে আদালত স্বামীর পক্ষে ডিক্রি দিবে।
তবে স্ত্রী যদি নাবালিকা বা মুসলিম আইনে বিয়ে যদি ফাসিদ হয় তবে স্বামী তার ডিক্রি পাবে না।
স্ত্রীও যদি স্বামীর কাছ থেকে একই অধিকার থেকে বঞ্চিত হয় সেও তার স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে।
নিন্ম লিখিত কিছু কারণে স্ত্রী আলাদা বসবাস বা যৌনসঙ্গম থেকে বিরত থাকতে পারেন:-
১) স্বামী যদি নিষ্ঠুর হোন।
২) যৌনসঙ্গমে স্বামীর অযোগ্যতা বা সন্তান জন্মদানে ত্রুটি থাকলে।
৩) স্বামীর সাথে স্ত্রীর মতের কোন অমিল দেখা দিলে স্ত্রী আলাদা বসবাস করতে পারবে এমন কোন চুক্তি বিয়েতে হলে।
৪) দেনমোহর পরিশোধ না করলে।
৫) স্বামী যদি স্ত্রীর নামে কোন মিথ্যা অপবাদ দেয়।
৬) স্বামী যদি সমাজচ্যুত হয়।
২) যৌনসঙ্গমে স্বামীর অযোগ্যতা বা সন্তান জন্মদানে ত্রুটি থাকলে।
৩) স্বামীর সাথে স্ত্রীর মতের কোন অমিল দেখা দিলে স্ত্রী আলাদা বসবাস করতে পারবে এমন কোন চুক্তি বিয়েতে হলে।
৪) দেনমোহর পরিশোধ না করলে।
৫) স্বামী যদি স্ত্রীর নামে কোন মিথ্যা অপবাদ দেয়।
৬) স্বামী যদি সমাজচ্যুত হয়।




No comments:
Post a Comment