কি সেই ভয় যেই ভয়ে কাঁপছে সারা ভারত - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Thursday, September 22, 2016

কি সেই ভয় যেই ভয়ে কাঁপছে সারা ভারত


ভারতে এখন শুধুই আতঙ্ক। সীমান্তে জঙ্গি-হামলা নিয়ে আতঙ্ক, চীনা কারিগরি নিয়ে আতঙ্ক, মার্কিন মুলুকের ভিসা আদৌও পাবে কি-না এ নিয়ে আতঙ্ক।

তবে এসবেই শেষ নয়, সম্প্রতি ভারতীয়দের মধ্যে অদ্ভুত আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে।  দেশে যদি ভিনগ্রহের মানুষের আক্রমণ হয়- সেই ভয়েই কাঁপছে সারাদেশ।
অবশ্য এসব আজগুবিকে পাত্তা দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু।  তার একটা টুইটেই তোলপাড় গোটা ভারত।  টুইটটা সাহাস্যকরও বটে।  কিন্তু এই টুইট নিয়েই নানা প্রশ্ন দানা বেঁধেছে আম-ভারতীয়দের মধ্যে।
তথ্যের অধিকার সবারই রয়েছে।  তাই নিজের মনের মধ্যে ঘুরপাক করা প্রশ্ন করেই ফেললেন মুম্বাইয়ের বাসিন্দা অজয় কুমার।
তার প্রশ্ন হলো, দেশে ভিনগ্রহীদের আক্রমণ হলে সেই ক্ষমতাশালীদের রুখতে কোনো ব্যবস্থা কি নেয়া হয়েছে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আমাকে কিছু জানাতে পারবে?
তাদের থেকে দেশবাসীকে রক্ষা করতে কোনো পরিকল্পনা বা সুরক্ষিত জায়গা বেছে রাখা হয়েছে? তাদের মোকাবেলার জন্য আমাদের কী করণীয়? সরকার কি তাদের পরাজিত করতে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে?
অজয় কুমারের এই অদ্ভুত প্রশ্নের জবাব এক লাইনেই শেষ করেছেন মন্ত্রী।  বিষয়টি অনেক বেশি বিজ্ঞানভিত্তিক।  কিন্তু এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সরকারি কর্মচারীদের অতি মূল্যবান সময় অপচয় করা হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages