সর্বকালের সেরা মানব হযরত মুহম্মদ (স:) - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 27, 2016

সর্বকালের সেরা মানব হযরত মুহম্মদ (স:)


আজকের পৃথিবীকে আপনি যেভাবে দেখছেন; পৃথিবীটা ঠিক এমন ছিলনা। এ পৃথিবী ছিল, হত্যা, লুণ্ঠণ, ধর্ষণ, যুদ্ধ, রাহাজানি, জোর, জুলুম, জবরদস্তি, হিংসা, শ্রেণী বৈষম্য ও বিভিন্ন খারাপ কাজে জড়িত ছিল।


সেই উচ্ছৃঙ্খল পৃথিবীতে শৃঙ্খলা এনেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (স)।

* তিনি জন্মের আগেই তিনার বাবাকে হারান।
* ছয় বছর বয়সে মাতাকে হারান।
* বারো বছর বয়সে দাদাকে হারান।
* উচ্ছৃঙ্খল মানুষকে শৃঙ্খল বানাতে গাল-মন্দ সহ্য করেছেন, পাথরে-চাবুকে প্রহৃত হয়েছেন; সুযোগ পেয়েও প্রতিশোধ নেননি, ক্ষমা করে দিয়েছেন।
* মানুষকে সঠিক পথে আনতে নিজের সূখ ভুলে গিয়ে সারাজীবন কষ্ট করেছেন।
* কখনো মিথ্যা বলেন নি।
* যারা তিনার বিরোধীতা করতো তারাও তিনাকে আলআমীন (বিশ্বাসি) বলে ডাকতো।

আপনিই বলুন; এতো এতা ধর্যৈ যিনার, এতা এতা গুণ যিনার তিনি কি শ্রেষ্ঠ মানুষ নন?
নিঃসন্দেহে তিনি শ্রেষ্ঠ্ মানব এবং আল্লাহর প্রেরিত রসুল। তিনি ইসলাম, কোরআন, আল্লাহ সম্পর্কে যা বলেছেন তা সম্পূর্ণ সত্য।

আসুন আমরা এই মহান মানবের আদর্শে উজ্জ্বীবিত হয়ে আলোকিত জীবন গড়ি। জীবনের প্রশান্তি আনতে ইসলামের বিকল্প নেই।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages