নরসিংদীর লেবু ইউরোপে রপ্তানি হচ্ছে - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, August 23, 2016

নরসিংদীর লেবু ইউরোপে রপ্তানি হচ্ছে

নরসিংদীর লেবু ইউরোপে রপ্তানি হচ্ছে

জেলায় কলম্বো লেবু চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই লেবু উৎপাদনের জন্য এলাকাটির মাটি ও আবহাওয়া উপযোগি হওয়ায় এখন ব্যাপকহারে চাষ হচ্ছে এটি।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে, ২০০২ সালের পর থেকে এই জেলায় কলম্বো লেবু চাষ জনপ্রিয় হয়ে ওঠে। জেলার পাচঁটি উপজেলায় মোট ৬ শত হেক্টর জমিতে কলম্বো লেবু চাষ হচ্ছে। জেলায় এ বছরে দশ হাজার টনের বেশি লেবু চাষ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক লাতাফাত হোসেন বলেন, জেলার কৃষকরা এ বছরে বিপুল পরিমান কলম্বো লেবু উৎপাদন করেছে এবং তারা তাদের উৎপাদিত লেবুর কাঙ্খিত মূল্যও পেয়েছেন। তিনি বলেন, দেশে এবং বিদেশে বিশেষ করে ইউরোপের দেশসমূহে বাংলাদেশের বিভিন্ন জাতের লেবুর ব্যাপক চাহিদা রয়েছে। চলতি মওসুমে লেবু চাষ ও বিক্রয় করে চাষি ও ব্যবসায়িরা বেশ খুশি। কলম্বো লেবু স্থানীয় বাজারে আকার ও মান ভেদে দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা মন দরে বিক্রয় হচ্ছে।
উপ-পরিচালক বলেন, এই জেলা থেকে এ বছর প্রায় আড়াই হাজার টন কলম্বো লেবু বিদেশে রফতানি করা হচ্ছে। এ ছাড়া প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ লেবু সরবরাহ হচ্ছে।
জেলার শিবপুর উপজেলার দত্তরগাঁও গ্রামের খন্দকার মাহবুব বলেন, এ বছর তিনি ১২০ ডেসিমেল জমিতে লেবু চাষ করে ভাল ফলন পেয়েছেন। এ জমিতে ২২০ মন লেবু উৎপাদিত হয়েছে এবং এই লেবু তিনি বিক্রয় করে ৪ লাখ টাকা আয় করেছেন
জেলার রায়পুর উপজেলার লক্ষিপুর গ্রামের চাষি বাবুল চৌধুরী এ বছরে ৪০০ ডেসিমেল জমিতে লেবু চাষ করে ভাল ফলন পেয়েছেন। তিনি বলেন এ বছর তিনি ৮ লাখ টাকা লেবু বিক্রয় করেছেন।
জেলায় মাহাবুব ও বাবুলের মতো অনেকেই লেবু চাষ করে ভাগ্য ফিরিয়েছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages