গেমে বায়ুত্যাগ, গেমারের নাকে লাগানো যন্ত্র থেকে বেরোবে গন্ধ - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 22, 2016

গেমে বায়ুত্যাগ, গেমারের নাকে লাগানো যন্ত্র থেকে বেরোবে গন্ধ

গেমে বায়ুত্যাগ, গেমারের নাকে লাগানো যন্ত্র থেকে বেরোবে গন্ধ!

এই গেমটি খেলতে গেলে শুধু মজাই পাওয়া যায় তা নয়। এই গেমের গন্ধও এসে ঠেকে নাকে!
খুব শিগগিরই আসছে 'সাউথ পার্ক: দ্য ফ্র্যাকচারড বাট হোল' গেমটি। এর প্রধান চরিত্র দুর্গন্ধযুক্ত বায়ুত্যাগের মাধ্যমে সুপার পাওয়ার প্রয়োগ করে। নির্মাতা ইউবিসফট জানায়, এই গেমে শত্রু নিধনে নিতম্বের ক্ষমতা দেখাতে হবে। ভার্চুয়াল রিয়েলিটি গেম এটি। বায়ুত্যাগ করলে তা আসলে দেখা যায় না। এর গন্ধ বোঝা যায়। আর এই অনুভূতি গেমারদের দিতে চেয়েছে তারা।

বায়ুত্যাগের গন্ধ পেতে যে যন্ত্র বানানো হয়েছে তার নাম 'নসালাস রিফ্ট'। একটি একটি হেডসেট যা ব্যবহারকারীর নাকে সেঁটে থাকবে। যখন গেমের চরিত্র বায়ুত্যাগ করবে, তখনই এ যন্ত্র থেকে গন্ধ লাগবে নাকে।
ইতিমধ্যে গেমটির প্রতি গেমারদের আগ্রহ বেড়েছে যন্ত্রটির জন্য। তবে ইউবিসফট এর ডেমো সংস্করণ বানিয়েছে কেবল। বড় ধরনের গেমিং কনফারেন্সে গেমটি নিয়ে যোগ দেবে ইউবিসফট। এক্সবক্স ওয়ান, প্লে স্টেশন ৪ এবং কম্পিউটারের জন্য আগামী ৬ ডিসেম্বর আসছে গেমটি। সূত্র : টিএনডাব্লিউ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages