ফেসবুকের ভাইরাস ছড়ানো ভিডিও - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 21, 2016

ফেসবুকের ভাইরাস ছড়ানো ভিডিও


মোবাইল, কম্পিউটার ফেসবুকের মাধ্যমে ভাইরাস আক্রান্ত হচ্ছে বলে অনেকেই অভিযোগ করছেন। সম্প্রতি ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা চালু করলেই ভাইরাস অ্যাটাক হচ্ছে। আপনিও আপনার ফেসবুক প্রোফাইলে এমন কোনো ভিডিও পেয়ে থাকলে একদম ক্লিক করবেন না। আপনার ফোনে ভাইরাস অ্যাটাক হতে পারে।

ভিডিওটি একদমই ফিচার্ড ভিডিওর মতো দেখতে। দেখে মতে হতে পারে, আপনারই কোনো বন্ধু পাঠিয়েছে। কিন্তু আসলে হ্যাকাররা আপনার বন্ধুর ছবি নিয়ে সেটাকে ভিডিও বানিয়ে পোস্ট করছে। যা দেখলে আপনার একেবারেই আসল মনে হবে।
ভিডিওটি চিনবেন যেভাবে-
১) RIGVTL1F.LATESTNEWSTODAYS. COM -এ ফাইল ফরম্যাটে ভিডিওটি দেখতে পাবেন।
২) ভিডিওতে আপনার ছবি, আপনার প্রোফাইল ছবিসহ আরো অন্যান্য ব্যক্তিগত জিনিস থাকতে পারে।

৩) এতে আপনার বন্ধুদের ট্যাগ করা হতে পারে।
এরকম কোনো ভিডিও দেখলে সঙ্গে সঙ্গে নিজে ডিলিট করুন। আর বন্ধুদেরও সাবধান করে দিন। যদি আপনি ইতিমধ্যেই ভুলবশত ভিডিওটি ওপেন করে থাকেন, তাহলে কী করবেন?
১) অ্যাক্টিভিটি লগে গিয়ে সব পোস্ট ডিলিট করে দিন।
২) ফেসবুকের সমস্ত অচেনা অ্যাপস ডিলিট করে দিন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages