পছন্দের রং থেকেই চিনে নিন সঙ্গীকে - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 21, 2016

পছন্দের রং থেকেই চিনে নিন সঙ্গীকে

file-1
লাল-হলুদ-সবুজ-সাদা, প্রিয় রং কোনটি? মনে পড়ে, স্কুলের প্রথম বন্ধু আপনার কাছে এ কথা জানতে চেয়েছিল। সে সময় এ জিজ্ঞাসা সাদামাটা মনে হলেও এর উত্তরের অর্থ মোটেও সহজ নয়।

ভালো করে ভেবে দেখুন তো, সে সময় এর জবাবে কী বলেছিলেন? কারণ আপনার ব্যক্তিত্বের অনেক কথাই লুকিয়ে রয়েছে এর উত্তরে।
মনোবিশ্লেষকদের দাবি, পছন্দের রঙের মধ্যে দিয়েই আমার-আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বোঝা যায়। দেখুন তো পছন্দের রং জেনে আপনার প্রিয় মানুষটিকে চিনতে পারেন কি না?
হলুদ
যদি তার পছন্দের রং হলুদ হয় তবে জেনে রাখুন, তার মতো প্রাণশক্তিতে ভরপুর মানুষ আর দু’টি হয় না। বন্ধুবান্ধবদের মধ্যে রসবোধ সবচেয়ে বেশি তার। তার সান্নিধ্যে সকলেই খুব খোলামেলা ভাবে থাকতে পারে।
লাল
জেনে রাখুন, লাল রং পছন্দের হলে তিনি ভীষণ কল্পনাপ্রবণ। তার কৌতূহলের অন্ত নেই। জীবনের নানা বিষয়ে আগ্রহ রয়েছে।
কমলা
কমলা রং প্রিয় হলে তার মতো জনদরদী মানুষ কমই আছে। তার বন্ধুত্বের গুরুত্ব অসীম। অন্যদের সাহায্য করার জন্য সব সময় মুখিয়ে থাকেন তিনি।
সবুজ
সবুজ রং ভালোবাসেন এমন মানুষজন প্রকৃতিপ্রেমী হন। প্রকৃতির মতোই তার মধ্যে শান্তস্নিগ্ধ ভাব রয়েছে। ভারসাম্যের কারণে অন্যরা সহজেই তার দিকে আকৃষ্ট হন।
নীল
নীল রং পছন্দের হলে তারা শৈল্পিক, শান্তশিষ্ট ও গভীর অনুভূতিসম্পন্ন হন। নিজের কাজের মধ্যে দিয়ে লক্ষ্যপূরণের চেষ্টা করেন।
বেগুনি
বেগুনি রং পছন্দের হলে তার আধ্যাত্মিক দিকে ঝোঁক রয়েছে। তিনি জীবনের অর্থ খুঁজতে ভালোবাসেন। কৃতজ্ঞতাবোধ প্রবল।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages