যে পাহাড়ের পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে পবিত্র বাইতুল্লাহ শরীফ - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 27, 2016

যে পাহাড়ের পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে পবিত্র বাইতুল্লাহ শরীফ


সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন, নিরাপদ ও শান্তির সম্মিলনস্থল বাইতুল্লাহ নির্মাণ করে হজরত ইবরাহিম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম। কোনো কোনো বর্ণনায় এসেছে, একটি মেঘখণ্ড বাইতুল্লাহ`র স্থানে ছায়া ফেলে;
হজরত ইবরাহিম আলাইহিস সালাম সে ছায়ার পরিমাপ মোতাবেক কা`বা নির্মাণ করেন। এ কা`বা নির্মাণে হজরত ইবরাহিম আলাইহিস সালাম কোন কোন পাহাড়ের পাথর ব্যবহার করেছেন, তার একটি বর্ণনা তুলে হলো-
হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন, ‌হজরত ইবরাহিম আলাইহিস সালাম পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন-
১. তুরে সাইনা; যে পাহাড়ে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেন।
২. তুরে যীতা;
৩. লুবনান (সিরিয়ার একটি পাহাড়);
৪. জুদী (এটি আরব উপদ্বীপের একটি পাহাড়) এবং
৫. হিরা পাহাড়ের পাথর দিয়ে ভিত্তি স্থাপন করেন। হিরা মক্কার একটি পাহাড়।
আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ পাঁচটি পাহাড়ের পাথর দিয়েই মুসলিম জাতির সম্মিলনকেন্দ্র তথা মুসলিম উম্মাহর কিবলা তৈরি করান। আল্লাহ তাআলা সবাইকে এ ঘর যিয়ারাতের তাওফিক দান করুন। 
আমিন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages