বাজারে উন্মোচিত হয়েছে জেলটা মিলেনিয়াম কিউ ২০ - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 22, 2016

বাজারে উন্মোচিত হয়েছে জেলটা মিলেনিয়াম কিউ ২০

বাজারে এসেছে জেলটা মিলেনিয়াম কিউ ২০
পারটেক্স স্টার, কর্ণফুলী গ্রুপ এবং মেট্রো গ্রুপের যৌথ উদ্যোগে স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেড বাজারে এনেছে অত্যাধুনিক ফিচার-সমৃদ্ধ জেলটা মিলেনিয়াম কিউ ২০ মডেলের নতুন স্মার্টফোন। ডুয়েল সিমের অত্যাধুনিক মডেলের চার ইঞ্চি স্ক্রিনের এই স্মার্টফোনটির ডিসপ্লে কিউভিজিএ প্রযুক্তির।

অ্যানড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেমের হ্যান্ড সেটটিতে রয়েছে ১.৩ গি. হা কোয়াড কোর প্রসেসর, ২ মেগাপিক্সেল রেয়ার অটোফোকাস ও ১.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ১৫০০এমএএইচ লিআয়ন ব্যাটারি, ৫১২ মেগা র‍্যাম+৪ জিবি রম (এক্সপ্যান্ডেবল স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত) ইত্যাদি। এক বছরের ওয়ারেন্টিতে বিনামূল্যে ফ্লিপ কভারসহ দুই হাজার ৮৯৫ টাকায় স্মার্ট ফোনটি পাওয়া যাচ্ছে সারা দেশে। বিস্তারিত জানা যাবে ০৯৬১১৮০৮০৮০ নম্বরে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages