৩০টি দেশে ইন্টারনেট খরচ ছাড়াই আনলিমিটেড হোয়াটসঅ্যাপ সুবিধা চালু - সময়ের প্রতিধ্বনি

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 22, 2016

৩০টি দেশে ইন্টারনেট খরচ ছাড়াই আনলিমিটেড হোয়াটসঅ্যাপ সুবিধা চালু

৩০টি দেশে ইন্টারনেট খরচ ছাড়াই আনলিমিটেড হোয়াটসঅ্যাপ!

ভয়েস কল ও টেক্সট মেসেজিংয়ের অভ্যাস আমূল বদলে দিয়েছে হোয়াটসঅ্যাপ৷ বিশ্বের জনপ্রিয়তম এই মেসেজিং অ্যাপ এখন ইন্টারনেটের খরচ ছাড়াই ব্যবহার করা যাবে৷ মার্কিন মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর ফ্রিডম পপ সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছে।

ফ্রিডম পপ-এর নতুন অফার অনুযায়ী তাদের সিম কার্ড ব্যবহার করলে বিশ্বের ৩০টি দেশে ইন্টারনেটের খরচ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে৷ এমনিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে কোনও বাড়তি টাকা লাগে না৷ কিন্তু ইন্টারনেটের ডেটা প্যাক খরচ হয়৷ নতুন অফারে সেটুকুও হবে না৷ এমনকী উক্ত ৩০টি দেশের মধ্যে রোমিংয়ে থাকলেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে কোনও খরচ হবে না বলে দাবি করেছে সংস্থাটি৷
একটি ব্লগ পোস্টে ফ্রিডম পপ জানিয়েছে, ২০১৬ সালে দাঁড়িয়ে ভয়েস কল ও টেক্সট মেসেজের জন্য পয়সা খরচ করার কোনও যুক্তি নেই৷ সংস্থাটি চায়, মার্কিন মুলুকে আরও বেশি সংখ্যক মানুষ তাদের নেটওয়ার্কের আওতায় আসুক৷
জানা গেছে, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, পর্তুগাল, ইতালির মতো দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য ফ্রিডম পপ ডেটার খরচ দাবি করবে না৷ শুধু তাই নয়, নির্দিষ্ট কয়েকটি দেশে ফ্রি হোয়াটসঅ্যাপের সঙ্গে ১০০ মিনিট ফ্রি কল, ৫০০টি এসএমএস ও ২০০ এমবি বাড়তি ডেটাও দিচ্ছে সংস্থাটি৷ গতবছর থেকে লস অ্যাঞ্জেলসের এই সংস্থাটি আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা শুরু করেছে ৷

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages